রাজনীতি

বিভাগীয় সমাবেশ করবে জামায়াত

কারাবন্দি নেতদের মুক্তি, সরকারের জুলুম নিপীড়ণ বন্ধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভাগীয় সমাবেশ করার চিন্তা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত রবিবার (১৮ জুন) ভারপ্রাপ্ত আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিশে শুরা বৈঠকে এবং দলের রাজনৈতিক কমিটির মিটিং এ বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্র জানায়, আগামী জুলাইয়ে চট্টগ্রাম বিভাগ থেকে সমাবেশ শুরুর বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। চূড়ান্ত আন্দোলন রূপ নেওয়ার আগে কমপক্ষে ৪/৫টি সমাবেশ করার চিন্তা। আলোচনায় রয়েছে রাজশাহী, রংপুর খুলনা, কুমিল্লা, সিলেট ও সর্বশেষ ঢাকা।

মজলিশে শুরার একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে জনসম্পৃক্তা বাড়াতে সমাবেশের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সাথে ঢাকাসহ সারাদেশে বন্ধ থাকা অফিসগুলোতে কার্যক্রম শুরু করার বিষয়েও আলোচনা হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ঈদের বাকি আর অল্প কয়দিন। ঈদ শেষে সমাবেশ বিভাগে না মহানগরে হবে সেসব বিষয়ে আলোচনা হবে। সূত্র: বাংলা ভিশন

এই বিভাগের অন্য খবর

Back to top button