
প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে খেলা ২০০তম ম্যাচটা রাঙিয়ে রাখলেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। অনন্য এই মাইলফলকের ম্যাচে আইসল্যান্ডের তুমুল প্রতিরোধ ভেঙে একেবারে শেষ সময়ে পর্তুগালকে এনে দিলেন জয়সূচক গোল।
ইউরো বাছাইয়ের ম্যাচে প্রতিপক্ষে মাঠে আজ রোনালদোর একমাত্র গোলে জিতেছে পর্তুগাল। চলতি বাছাইয়ে এই নিয়ে চার ম্যাচ খেলে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো পর্তুগিজরা
এদিন ম্যাচের শুরু হতেই আক্রমণের পসরা মেলে ধরে পর্তুগাল। একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না তারা। এরপর পর্তুগালের আক্রমণ মাঝে মধ্যে ভীতি ছড়াতে থাকে আইসল্যান্ড। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।
বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার বজার রাখে পর্তুগাল। কিন্তু কিছুতেই যেন গোলের দেখা মিলছিল না। ম্যাচের ফল যখন ড্র মনে হচ্ছিল তখনই পর্তুগালের হয়ে দুর্দান্ত গোল করেন রোনালদো। শেষ পর্যন্ত এই গোলের সৌজন্যেই জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।