বগুড়া জেলা

বগুড়ায় ট্রাফিক ব্যবস্থাপনা ও কমিউনিটি পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা

বগুড়ায় ঈদুল আজহা উপলক্ষ্যে মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ও কমিউনিটি পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের চারমাথায় এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

সভায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন, ‘পশুবাহী গাড়িতে প্রতিবন্ধকতা সৃষ্টি ও চাঁদাবাজি চলবে না। আমরা এটি প্রতিরোধে শক্ত অবস্থানে আছি। যারা পশুবাহী গাড়ির পরিচালনা করবেন তারা গাড়ির সামনে এবং পেছনে গন্তব্য লিখে একটি ব্যানার টাঙিয়ে দেবেন, যাতে আমরা বুঝতে পারি গাড়িটি কোথায় যাচ্ছে। কোথাও যাতে তাকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ আছি এবং এ ক্ষেত্রে জিরো টলারেন্স। আমরা খবর নিয়েছি এখন পর্যন্ত এ ধরণের কোনো ঘটনা ঘটেনি।’

তিনি আরো বলেন, ‘গত ঈদ যেমন যানজটমুক্ত হয়েছে এবার ঈদও যানজটমুক্ত থাকবে। আশা করছি সাধারণ মানুষ স্বস্তিতে ঈদ করতে পারবে। রাস্তার কাজ চলছে এবং রাস্তা প্রশস্ত হয়েছে। মহাসড়কে থ্রি হুইলার ও সিএনজি চলাচল বন্ধেও হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক নজরদারি করবে। সবাই মিলে কাজ করলে আমাদের ঈদ যাত্রা আনন্দময় এবং নিরাপদ হবে।’

দ্রুত সেবা পাওয়ার প্রসঙ্গে অতিরিক্ত আইজিপি বলেন, ‘হাইওয়েতে যেকোনো বিপদে মানুষ সহযোগিতার জন্য আমাদেরকে যেন জানাতে পারে তার জন্য হ্যালো এইচপি অ্যাপ চালু হয়েছে। এর মাধ্যমে সড়কে কোনো বিপদে পড়লে আমাদেরকে জানাতে পারবে। আমরা দ্রুত এর মাধ্যমে রেসপন্স করতে পারবো।’

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন হাইওয়ে পুলিশ পশ্চিম বিভাগের ডিআইজি মোজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি সঞ্জয় কুমার কুন্ডু, বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, সড়ক ও জনপথ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, বগুড়া জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি শাহ আকতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য তৌফিক হাসান ময়না, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, আব্দুল হামিদ মিটুল, আব্দুল মান্নান মণ্ডল ও খোরশেদ আলম।

সভায় হাইওয়ে, জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তা, পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button