ভোটের আগেই জেতার ফিল হচ্ছে: হিরো আলম

দেশের আলোচিত ইউটিউবার হিরো আলম আসন্ন ঢাকা-১৭ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসবে নির্বাচন করছেন।
বৃহস্পতিবার (২২ জুন) বিকালে তিনি বলেন, আমার প্রার্থীতা বাতিল করা হয়েছিলো। সারাদেশের মানুষের ভালোবাসার কারণেই আবারও প্রার্থিতা ফিরে পেয়েছি।
এ সময় হিরো আলম বলেন, রিটার্নিং কর্মকর্তা ভুল ছিলেন, ইসিই ঠিক। সেদিন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। কিন্তু তিনি (রিটার্নিং কর্মকর্তা) আমার কথা শোনেননি। তিনি হয়তো ইচ্ছা করেই আমার সঙ্গে এমনটি করেছেন। তিনি আরও বলেন, প্রার্থিতা ফিরে পেয়ে দারুণ লাগছে। খুব ভালো ফিল পাচ্ছি। ভোটের আগেই জেতার ফিল হচ্ছে।
ভোটারদের উদ্দেশে এই ইউটিউবার বলেন, ভোটাররা অবশ্যই ভোট দিতে আসবেন। আপনারা এলে ভোটের চিত্র পাল্টে যাবে। ভোটের দিন কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা না এলে তারা কারচুপির সুযোগ পাবে।
উল্লেখ্য, এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হিরো আলম। ওই নির্বাচনেও যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। পরে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানেও ব্যর্থ হয়ে তিনি হাইকোর্টে রিট করেন। উচ্চ আদালতের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পান। সূত্র: বিডি ২৪ লাইভ