কাহালু উপজেলাপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় নিখোঁজের আড়াই মাস পর যুবকের গলিত মরদেহ উদ্ধার

বগুড়ায় নিখোঁজের আড়াই মাস পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কাহালু উপজেলার শিবকলমা গ্রাামের জমির মধ্যে পুঁতে রাখা অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মরদেহটি বিধানের কিনা তা নিশ্চিত হতে পুলিশ ডিএনএ টেস্ট করবে।

নিহত বিধান চন্দ্র সরকার (২০) কাহালুর শিবা কলমা গ্রামের অনীল চন্দ্র সরকারের ছেলে এবং কীর্ত্তন গায়ক।

এর আগে বৃহস্পতিবার রাতে কাহালু ও সদর থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কাহালু উপজেলার শিবাকলমা গ্রামের বিপুল চন্দ্র প্রামাণিক (৩৫), দিনেশ চন্দ্র প্রামানিক (৪১) এবং উৎপল চন্দ্র (২৪)।

এসময় মুক্তিপণ দাবি করার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম উদ্ধার করেছে পুলিশ।

ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করে বলেন, ১২ এপ্রিল শিবাকলমা গ্রামের অনীল চন্দ্র সরকারের ছেলে বিধান চন্দ্র সরকার (২০) পর বিধানের বাবা এ ব্যাপারে কাহালু থানায় একটি সাধারণ ডায়রি করেন।

আসামিরা বিধানের বাবার কাছ থেকে টাকা আদায়ের জন্য বিধানকে আটকের পরিকল্পনা করে। ১১ এপ্রিল সন্ধ্যার পর কাহালু থানার শিবকলমা গ্রামের সীমান্তবর্তী ভাদাখাল নামক একটি জনশূন্য এলাকায় বিধানকে নিয়ে গিয়ে একসাথে মদ্য পান করে। বিধান নেশাগ্রস্থ হলে উৎপল তার সাথে কথা বলতে থাকে এবং দিনেশ পিছন থেকে বিধানের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে।
আঘাতের ফলে বিধান পাশের ডোবায় পড়ে গেলে আসামিরা তাকে পানিতে মাথা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। এরপর তারা লাশ গোপন করার জন্য পাশের জমিতে বিধানকে পুঁতে রাখে। এই ঘটনার দেড় মাস পার হয়ে গেলেও কেউ কোন কিছু বুঝতে না পারায় তারা মুক্তিপণ আদায়ের জন্য বিধানের বাবাকে মুঠোফোনের মাধ্যমে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিধানের বাবা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিদের গ্রেফতার এবং তাদের দেয়া তথ্যানুযায়ী মরদেহ উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামিদের নিয়ে আরো আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button