সারাদেশ

ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

ফরিদপুরের ভাঙ্গায় একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৪ জুন) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্সটি ভাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মালিগ্রাম এলাকায় পৌঁছালে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৭ জন মারা যান এবং একজন আহত হন।

পুলিশ জানান, আমরা এখন পর্যন্ত ৭ জন নিহতের খবর পেয়েছি। তবে বিস্ফোরণে তাদের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button