প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩

বগুড়ায় কোরবানীর গরুবাহী ভটভটির সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছে।

নিহতরা হলেন অটোরিকশা চালক আমিনুল ইসলাম (৩০), আশা মনি (৭) ও খাদিজা (৩)।

মঙ্গলবার সকাল পৌণে নয়টার দিকে এরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন বগুড়া-নওগাঁ রোডে এ ঘটনা ঘটে।

নিহত দুই বোনের বাবা-মা গাইবান্ধার পলাশবাড়ীর চকবাউলিয়া গ্রামের রাশেদ শেখ (২৮) ও মা জোসনা বেগম (২৫)। তারা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানান, দুই বোনের বাবা রাশেদ পেশায় একজন কাঠমিস্ত্রি। ঈদ উপলক্ষে সকালে বিবিরপুকুর থেকে সিএনজিচালিত অটোরিকশা করে গ্রামের বাড়িতে যাবার পথে এরুলিয়াতে গরুবোঝাই ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button