বগুড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত স্ত্রী, আহত স্বামী

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় শাবানা (২৫) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন তার স্বামী আব্দুল আলীম।
মঙ্গলবার বিকেলে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
শাবানা ও তার স্বামী আব্দুল আলীম গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা।
পুলিশ জানায়, নিহত শাবানা তার স্বামী আব্দুল আলিমের সাথে মোটর সাইকেলে যোগে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয় এতে তারা দুজন ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাবানার মৃতু হয়। স্থানীয় লোকজন আহত আলিমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি বলেন, ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শাবানার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এসএ