ক্রিকেটখেলাধুলা

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সময় সূচি

অবশেষে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আয়োজক ভারত এবং ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ৫ অক্টোবর পর্দা উঠবে ওডিআই বিশ্বকাপের ১৩তম আসরের।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ১০ দলের শিরোপা লড়াই। ১৯ নভেম্বর একই মাঠে শেষ হবে বিশ্বকাপের ফাইনাল।

উদ্বোধনী ম্যাচের একদিন পরই শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। টাইগাররা নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ৭ অক্টোবর ধর্মশালা অনুষ্ঠিত হবে ম্যাচটি। ধর্মশালা ছাড়াও চেন্নাই, পুনে, মুম্বাই, কলকাতা ও দিল্লি, এ ছয়টি ভেন্যুতে গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে তামিম-সাকিবরা। 

২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সূচি:

প্রতিপক্ষ    –     তারিখ    –  ভেন্যু

আফগানিস্তান  –  ৭ অক্টোবর  –  ধর্মশালা
ইংল্যান্ড  –  ১০ অক্টোবর   –  ধর্মশালা
নিউজিল্যান্ড  –  ১৪ অক্টোবর  –  চেন্নাই
ভারত  –   ১৯ অক্টোবর    –  পুনে
দক্ষিণ আফ্রিকা  –  ২৪ অক্টোবর  –  মুম্বাই
বাছাইপর্ব ১  –  ২৮ অক্টোবর  –  কলকাতা
পাকিস্তান  –  ৩১ অক্টোবর   –  কলকাতা
বাছাইপর্ব ২  –  ৬ নভেম্বর   –  দিল্লি
অস্ট্রেলিয়া  –  ১২ নভেম্বর  –  পুনে

এই বিভাগের অন্য খবর

Back to top button