বিনোদন

প্রতি বছরই একবার করে আমাদের ডিভোর্সের খবর আসে: মিথিলা

সম্প্রতি সৃজিত-মিথিলার সম্পর্ক ভাঙা নিয়ে উঠেছিলো গুঞ্জন। তবে সব গুঞ্জনের জবাব এলো ঈদের দিন!

ঈদের দিন কলকাতার পার্কস্ট্রিটে খোশ মেজাজেই দেখা গেল সৃজিত ও মিথিলাকে। সঙ্গে ছোট্ট আইরা ও সৃজিতের পরিবারও।

কলকাতায় আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’র অনুপ্রেরণায় তৈরি ‘মায়া’ সিনেমা। এর মাধ্যমে প্রথমবার কলকাতার ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে মিথিলার।

সম্প্রতি এ অভিনেত্রী সিনেমাটির প্রচারণা হিসেবে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।সেখানে আলাপচারিতায় সৃজিতের সঙ্গে ডিভোর্স নিয়ে কথা বললেন তারকা।

মিথিলা প্রথমেই বলেন, প্রতি বছরই একবার করে আমাদের ডিভোর্সের খবর আসে। এটা হচ্ছে একপ্রকার—ওই বাঘ আসবে, বাঘ আসবে ধরনের গল্প। যেদিন সত্যিই আসবে সেদিন লোকে এমনিই জানতে পারবে যে, বাঘ এলো।

তিনি আরও বলেন, সেই সময় পর্যন্ত এটা অকারণে চলবে। আমরা কিন্তু এ ব্যাপারে কিছু বলছি না। মানুষের জল্পনা থেকে অনেক কিছু লেখা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button