সাহিত্য
কবি আফতাব আহমেদ আর নেই
লেখক, কবি ও সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমেদ আর নাই। সোমবার (৩ জুলাই) রাত ৯টার কিছু পরে বনানীর ইয়র্ক হাসপাতালে তিনি মারা গেছেন।
আফতাব আহমেদ দীর্ঘদিন যকৃত প্রদাহে ও হৃদরোগজনিত জটিলতায় ভুগছিলেন। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন আফতাব আহমেদ। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সুবর্ণা মোস্তফা, অনন্য রায়হান, সিউতি সবুরসহ আরও অনেকে তাকে স্মরণ করেছেন।
জানা যায় যে, তার জানাজা বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার জানানো হবে।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী কবি গুলতেকিন খানকে বিয়ে করেন আফতাব আহমেদ।