কাহালু উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বগুড়ার কাহালুতে বৈদ্যুতিক মিটার অপসারণের সময় পল্লী বিদ্যুতের এক লাইনম্যান আক্তার হোসেন (২৬) মারা গেছেন।

কাহালু পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান আক্তার হোসেনের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

বুধবার বিকেল সাড়ে ৪টায় বগুড়া কাহালু উপজেলার কর্নিপাড়া এলাকাগ এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে কাহালু পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আঃ রহমান জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কর্ণিপাড়ায় আবাসিক এলাকায় একটি ত্রুটিপূর্ণ মিটার অপসারণ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পরই তাকে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button