সারিয়াকান্দি উপজেলা

বগুড়ার সারিয়াকান্দিতে নদীর খালে অভিযান

বগুড়ার সারিয়াকান্দিতে কুতুবপুর ইউনিয়নে মানস নদীর খালে বাঁশ ও জালের বেড়া অবমুক্তকরণে ভ্রাম্যমান আদালতের অভিযান।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।

জানা যায়, দীর্ঘদিন ঐ খালে পানি প্রবাহ বন্ধ করে বাঁশ ও জালের বেড়া দিয়ে সেখানে ১০-১২ জন মাছ চাষ করে আসছিল। পরে তা নজরে আসে উপজেলা প্রশাসনের। এক পর্যায়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাল থেকে বাঁশ ও জালের বেড়া অবমুক্ত করেন উপজেলা প্রসাশন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন। এছাড়াও অভিযান কালে সারিয়াকান্দি থানার এস.আই খোকন চন্দ্র দাস সহ পুলিশের একটি টীম সেখানে উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button