সারিয়াকান্দি উপজেলা
বগুড়ার সারিয়াকান্দিতে নদীর খালে অভিযান

বগুড়ার সারিয়াকান্দিতে কুতুবপুর ইউনিয়নে মানস নদীর খালে বাঁশ ও জালের বেড়া অবমুক্তকরণে ভ্রাম্যমান আদালতের অভিযান।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।
জানা যায়, দীর্ঘদিন ঐ খালে পানি প্রবাহ বন্ধ করে বাঁশ ও জালের বেড়া দিয়ে সেখানে ১০-১২ জন মাছ চাষ করে আসছিল। পরে তা নজরে আসে উপজেলা প্রশাসনের। এক পর্যায়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাল থেকে বাঁশ ও জালের বেড়া অবমুক্ত করেন উপজেলা প্রসাশন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন। এছাড়াও অভিযান কালে সারিয়াকান্দি থানার এস.আই খোকন চন্দ্র দাস সহ পুলিশের একটি টীম সেখানে উপস্থিত ছিলেন।