বগুড়ায় স্কুল ছাত্র পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

অপহরণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা ও ইট ভাটায় সেই লাশ পোড়ানোর ঘটনায় সাজাপ্রাপ্ত প্রধান আসামি জাকারিয়াকে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ।
নিহত শিশু বগুড়া কাহালু উপজেলার রুস্তম চাপর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাঈম হাসান(১৩)।
গ্রেফতারকৃত ব্যক্তি কাহালু উপজেলার ওলট্র পূর্বপাড়া কাহালু বর্তমান পৌর মেয়র আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নানের ছেলে জাকারিয়া(৩৫)।
৬ই জুলাই (বৃহস্পতিবার) বিকাল সাড়ে তিনটায় ১১ বছর পলাতক থাকার পর আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শারাফত ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১২ সালের ৫ই মে নিহত নাঈম ইসলাম বগুড়া জিলা স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে বগুড়া চার মাথা এলাকা থেকে বেশ কিছু সহযোগী সহ শিশুটিকে অপহরণ করে জাকারিয়া। পড়ে তাকে দোকান ঘরে আটকে রেখে পরিবারের কাছে ৫লাখ টাকার মুক্তিপণ চাওয়া হয়। পরে মুক্তিপনের টাকা না পেয়ে ঘটনার দিন বিকালে শিশুটির মুখে কস্টেপ পেচিয়ে শ্বাসরোদ্ধ করে হত্যার পর বাবার ইটভাটায় আগুনে ফেলে দেয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ এবং শুনানির পর ১৭ সালের ২৫ জানুয়ারি তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন। সেই গ্রেফতারি পরোয়ানা মূলে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে কাহালু থানা পুলিশ।
(এ আর)