বগুড়ায় মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনটে ফাহিম হাসান শুভ (১১) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরের দিকে উপজেলার উল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম হাসান শুভ বগুড়ার শেরপুর উপজেলার খন্দকার টোলা এলাকার সুলতান মাহমুদের ছেলে।
জানা গেছে, ফাহিম ধুনট উপজেলায় উল্লাপাড়া গ্রামে নানা ফরিদ উদ্দিনের বাড়িতে থেকে মাটিকোড়া মাদ্রাসায় লেখাপড়া করতো। ঈদের ছুটিতে সে নিজ বাড়ি শেরপুরে যায়।
মাদ্রাসায় লেখা পড়ার অতিরিক্ত চাপ থাকায় নিহত শুভ মাদ্রাসায় আসতে আপত্তি জানায়। কিন্তু পরিবারের লোকজন শনিবার তাকে মাদ্রাসায় পড়ালেখার জন্য ফের নানা বাড়িতে পাঠিয়ে দেয়। এ অবস্থায় নানা বাড়িতে এসে সে রোববার দুপুরের দিকে সকলের অগোচরে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে শুভর মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএ