আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ৫০০ টাকার জন্য খুন: পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় ৫০০ টাকার জন্য মো. জাকিরুল নামে এক মুদি দোকানিকে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার রাত ১০টার দিকে ঢাকার আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম জাহাঙ্গীর হোসেন (২২)। তিনি বগুড়ার ধুনটের মাজবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, ২০২২ সালের ৯ ডিসেম্বর তার কাছে আগের পাওনা ৫০০ টাকা ফেরত চান আসামি জাহাঙ্গীর। তখন জাকিরুল জাহাঙ্গীরকে আগে দোকানের বাকি টাকা পরিশোধ করতে বলেন। এ সময় জাহাঙ্গীর দোকান থেকে জাকিরুলকে টেনে বের করে এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় সোনাহাটা বাজারে পল্লী চিকিৎসকের চেম্বারে নিয়ে গেলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ১১ ডিসেম্বর ধুনট থানায় হত্যা মামলা করেন।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে ধুনট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

এ আর

এই বিভাগের অন্য খবর

Back to top button