প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

বগুড়ায় মহাসড়কের পারাপারের সময় বাসের চাপায় গঙ্গা রানী (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
নিহত গঙ্গারানী বিশালপুর ইউনিয়নের উদগ্রামের সুনীল চন্দ্রের স্ত্রী।
রোববার দুপুর আড়াইটার দিকে শেরপুর বাসস্ট্যান্ড ওয়ালটন শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শেরপুর বাসস্ট্যান্ডে রাস্তার পশ্চিমপাড় থেকে পূর্বপাড়ে যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, ঘাতক বাস পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
এসএ