বগুড়ায় হত্যা মামলার প্রধান আসামীকে ৪৮ ঘন্টায় গ্রেফতার করেছে র্যাব

বগুড়া সদরের চকলোকমানে জসিম উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় মূল আসামীকে মৃত ইসরাফিলের ছেলে মোঃ রাব্বি (২২)’কে গ্রেফতার করেছে র্যাব।
আজ দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তথ্য নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ১নং আসামী রাব্বীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এর আগে, কলোনীর দোতলা মসজিদ মাঠে ফুটবলকে কেন্দ্র করে জসিম উদ্দিন (৪০) কে লাঠি,চাকু ও দেশীও অস্ত্রশস্ত্রে আঘাতের পর অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উক্ত হত্যার ঘটনায় জসিমের স্ত্রী বাদি হয়ে ৮ জুলাই বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন র্যাব
(এ আর)