দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর
বগুড়ায় বজ্রপাতে কৃষক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় বজ্রপাতে আলমগীর হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত আলমগীর দুপচাঁচিয়া উপজেলার খানপুর এলাকার বাসিন্দা।
আজ সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত কৃষক বিকালে ফসলি জমিতে কাজ করতে গেলে হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। এ সময় আকাশে বজ্রপাত হলে আলমগীর হোসেন নামে একজন কৃষক নিহত হন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন,
বিষয়টি অনুসন্ধান করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ আর