প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় বাঁশঝাড় থেকে মরদেহ উদ্ধার

বগুড়া সদরে বাঁশঝাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রফিকুল ইসলাম (৫৫) উপজেলার লাহিরিপাড়া এলাকার চাঁন্দপাড়া গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে।
বুধবার সকাল অনুমান ৮ টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, ছেলের বিদেশ যাবার কারনে বেশকিছু আত্বীয়-স্বজন ও বিভিন্ন লোকের কাছে টাকা ধার নিয়েছেন। কিন্তু যথাসময়ে ধারের টাকা পরিশোধ করতে না পারায় মানসিক ভাবে বিপর্যস্থ হয়ে পরেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক এস আই আব্দুল মালেক পরিবারের বরাত দিয়ে জানান, টাকা-পয়সা বিষয়ে মানসিক চাপে ছিল, একারনে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এআর