বগুড়ায় সাংবাদিককে হুমকি দেয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি

বগুড়ায় সরকারি খাদ্য বান্ধব (১০ টাকা কেজি) কার্ডের চাল চেয়ারম্যানের বাড়ির সামনে বিক্রি করার সময় ভিডিও করায় এক সাংবাদিককে বাঁশ দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার হুমকির ঘটনা ঘটেছে।
গতকাল “আনন্দ টিভি’র বগুড়া জেলা ক্যামেরাপার্সন ফয়সাল হোসাইন সনি সারিয়াকান্দি থানায় ভেলাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপনের বিরুদ্ধে সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলার ১২ নং ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন (৪৫) তার বাড়ির সামনে সরকারি খাদ্য বান্ধব (১০ টাকা কেজি) কার্ডের চাল বিক্রি করার ভিডিও করায় ফয়সাল হোসাইন সনিকে বাঁশ দিয়ে পিটিয়ে হাত পা ভেঁঙ্গে দেওয়ার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখায়।
বিষয়টি সম্পর্কে ফয়সাল হোসেন সনির নিকট জানতে চাইলে তিনি বলেন, সত্যর পক্ষে কাজ করায় আমাকে এই হুমকি দেয়া হয়, এ বিষয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই নিরাপত্তার সুবাদে সারিয়াকান্দি থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরি করেছি।
উল্লেখ্য, ২৬ শে জুন সোমবার বেলা ১ টায় ১২ নং ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপনের বাড়ির সামনে ১০ কেজি চাল বিতরণের সময় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে কেনা বেচার ভিডিও চিত্র, ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় চেয়ারম্যান সাংবাদিক কে লাঠি দিয়ে মেরে হাত পা ভেংগে ফেলার হুমকি দিচ্ছেন।
বিষয়টি সম্পর্কে সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সাধারণ ডায়েরি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
(এ আর)