সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
শুক্রবার ( ১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসভাগ্য সহায় হয়েছে টাইগারদের।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ আফগানিস্তান প্রথমে ব্যাট করবে।
বাংলাদেশের একাদশ: লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হজরতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান(অধিনায়ক), করিম জানাত, মুজিব উর রহমান, ফরিদ আহমদ মালিক, ফজল হক ফারুকী।