বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মালিকসহ ৬ মহিষ নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে ৬ মহিষসহ সবুজ প্রাং (৫০) নামে এক মহিষ বাথানের মালিক নিহত হয়েছেন।
নিহত সবুজ উপজেলার পৌর এলাকার মধ্য হিন্দুকান্দি গ্রামের ইফেজ প্রাং এর ছেলে।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী গজারিয়া পাথারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাথারে প্রায় ১০০ মহিষের একটি বাথান ধান কর্তন করা চারণভূমিতে বিচরণ করতো। ওই চারণভূমিতে নিহত সবুজ ও তার ভাইয়ের বেশকিছু মহিষ ছিল। পাথারে একই ইউপির রামনগর গ্রামের সাজু নামে এক ব্যক্তির বিদ্যুৎচালিত সেচ মেশিন রয়েছে। তার বিদ্যুৎ সংযোগ বাঁশের খুঁটি দিয়ে টানা ছিল। মহিষগুলোকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে বাঁচাতে এগিয়ে আসে সবুজ। এসময় তিনিও বিদ্যুৎস্পৃষ্টে পতিত হয়। এতে ঘটনাস্থলেই ৬টি মহিষ মারা যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের মাধ্যমে বিদ্যুৎ বন্ধ করে সবুজকে উদ্ধার করে।
সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক আশরাফুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত সবুজের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ