খেলাধুলা

অল্পের জন্য গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি

অল্পের জন্য গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ঘ্টনাটি ঘটেছে ফ্লোরিডায়। খবর টিওয়াইসি স্পোর্টস ও মার্কার।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৫ জুলাই) ভোরে ফ্লোরিডার রাস্তায় ট্রাফিক সংকেত বুঝতে পারেনি মেসির গাড়ি। যে কারণে সিগন্যালের বাতি জ্বলা অবস্থায় দাঁড়ানোর পরিবর্তে সংকেত অমান্য করে এগিয়ে যায় তার গাড়ি। সামনের রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়িও আসছিল। তবে এ সময়ে অন্য গাড়িগুলো সতর্ক হয়ে গতি কমিয়ে দেয়। এতে ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও পোস্ট করে বিষয়টি জানিয়েছে এফসিবি আলবিসেলেস্তে। তবে গাড়ি কে চালাচ্ছিলেন, তা এখনও জানা যায়নি।

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। মাত্রই ফ্লোরিডায় থাকতে শুরু করেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তবে এখনও তাকে বরণ করে নেয়নি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button