আদমদিঘী উপজেলা

আদমদিঘীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত

বগুড়ার জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদক ও সন্ত্রাসকে না বলি এই স্লোগানে জেলা প্রশাসক গোল্ডকাপ ২০২৩ এর ২য় ম্যাচ অনুষ্ঠিত।

মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে আদমদিঘী উপজেলার সান্তাহার স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ২য় ম্যাচে অংশগ্রহণ করেন জেলার দুপচাঁচিয়া উপজেলা বনাম কাহালু উপজেলা।

জেলা-উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করেন খেলাটি।

প্রথম রাউন্ডের এ খেলায় দুপচাঁচিয়া উপজেলা দুই-এক গোলে টিম কাহালু উপজেলাকে পরাজিত করে।

এর আগে, বিকেল ৪টায় আদমদিঘী উপজেলার সান্তাহার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বগুড়া’র জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন আদমদীঘি, নন্দীগ্রাম ও কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ; উপপরিচালক (স্থানীয় সরকার); ইউএনও আদমদীঘি, দুপচাঁচিয়া ও কাহালু (ভারপ্রাপ্ত); মেয়র, সান্তাহার ও দুপচাঁচিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ। খেলা আরম্ভ হওয়ার পূর্বে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button