সারাদেশ

৫ ঘণ্টা পর ঢাকার সাথে সারাদেশের ট্রেন চলাচল শুরু

চাকরি স্থায়ী করার দাবি ও আউটসোর্সিয়ের মাধ্যমে নতুন কর্মচারী নিয়োগের প্রতিবাদে আন্দোলনরত অস্থায়ী শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে। ফলে প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।

শ্রমিকরা জানায়, রেল কর্তৃপক্ষের আশ্বাসে রোববার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে রেলপথ ছেড়ে দেন তারা। এখন মন্ত্রীর সঙ্গে রেলভবনে বৈঠকে বসার কথা রয়েছে আন্দোলনকারীদের।

এর আগে, এফডিসি রেলগেট এলাকায় সকাল ১০টার দিকে রেললাইনের ওপর অবস্থান নেন অস্থায়ী শ্রমিকরা। এ সময় তারা তিতাস কমিউটার ট্রেন আটকে দেন। রেলওয়ের নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের চাকরি ফেরত দেয়া, চাকরি স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিলসহ নিয়োগবিধি সংশোধনের দাবি জানান আন্দোলনকারীরা।

৪র্থ শ্রেণির কর্মচারীদের যোগ্যতা ৮ম শ্রেণি পাশ বহাল রাখার দাবিতেও কর্মসূচি পালন করেছেন অস্থায়ী শ্রমিকরা। তারা জানান, বারবার রেলভবনে স্মারকলিপি দিয়েছেন। কোনো প্রতিকার না পাওয়ায় এই কর্মসূচি পালনে বাধ্য হয়েছেন তারা।

এই বিভাগের অন্য খবর

Back to top button