খেলাধুলাফুটবল

ইন্টার মায়ামির শুরুর একাদশে নিশ্চিত নন মেসি!

নতুন ক্লাব ইন্টার মায়ামির জার্সি গায়ে লিওনেল মেসিকে খেলতে দেখতে অপেক্ষা আরও একটু বাড়তে পারে। কারণ এই আর্জেন্টাইন কিংবদন্তিকে শুরুর একাদশে রাখা হবে কি না সে সিদ্ধান্ত এখনও নেননি দলটির কোচ জেরার্দো মার্তিনো।


লিগস কাপের ‘জে’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ক্রুজ আজুলের মুখোমুখি হবে মায়ামি। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (২২ জুলাই) সকাল ৬টায়।

এর আগে, রবিবার রাতে মেসির জন্য বিশেষ একটি আয়োজন রাখা হয়েছিল ডিআরভি পিএনকে স্টেডিয়ামে। সেখানে ৩৬ বছর বয়সী বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে মহাসমারোহে বরণ করে নেওয়া হয়। সেদিনই স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেতসকে চুক্তিবদ্ধ করে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাব মায়ামি। বুসকেতস ও মেসি দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন বার্সেলোনায়। তারা দুজনই মেক্সিকোর লিগা এমএক্সের দল ক্রুজের বিপক্ষে মাঠে নামার জন্য তৈরি আছেন।

বুধবার (১৯ জুলাই) ইএসপিএন ফুটবল টুয়েলভকে মায়ামির কোচ মার্তিনো বলেন, ‘এখন পর্যন্ত আমি যা দেখেছি, তারা খেলার জন্য ফিট আছে এবং আশা করা যাচ্ছে, তারা মাঠে থাকতে পারবে। তারা শুরু থেকে নাকি বিরতির পর থেকে খেলবে সেটার সিদ্ধান্ত এখনও নেইনি। কিন্তু আমি যা দেখেছি, তাতে লিও (মেসি) ও বুসি (বুসকেতস) খেলতে পারবে।’

প্রসঙ্গত, শনিবার (১৫ জুলাই) এক বিবৃতিতে মেসির সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে মায়ামি। দুই বছরের চুক্তিতে ২০২৫ সাল পর্যন্ত দলটিতে থাকবেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে প্রতি বছর ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পাবেন লা পুল্গা।

এই বিভাগের অন্য খবর

Back to top button