
ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপের আর ৭৭ দিন বাকি, এর মধ্যেই বৃহস্পতিবার (২০ জুলাই) শুরু হলো বিশ্বকাপের প্রচার।
প্রচারে মিলে গিয়েছে বলিউড এবং ক্রিকেট। আইসিসির পক্ষ থেকে বিশ্বকাপের প্রচারণায় মুখ্য ভূমিকা নিয়েছেন শাহরুখ খান।
এ ছাড়া প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদেরও দেখা গেছে বিজ্ঞাপনে। রয়েছেন জেপি ডুমিনি, দীনেশ কার্তিক, শুভমন গিল, গতবারের বিশ্বজয়ী অধিনায়ক অইন মর্গ্যান, মুথাইয়া মুরলীধরন, জন্টি রোডস এবং জেমাইমা রদ্রিগেস। আগের বিশ্বকাপের বিভিন্ন মুহূর্তও দেখানো হয়েছে একটি ভিডিওতে।
বিশ্বকাপের প্রচারের নাম দেওয়া হয়েছে ‘ইট টেকস ওয়ান ডে’। গোটা বিশ্বের সমর্থকদের একটি সূত্রে গাঁথার কারণেই এমন নাম দেওয়া হয়েছে
এ ব্যাপারে আইসিসির সিইও জিওফ অ্যালার্ডাইস বলেছেন, ‘এক দিনের ক্রিকেটের সাহায্যে সত্যিকারের আনন্দকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশেই এই প্রচার। সমর্থকই হোন বা ক্রিকেটার, প্রত্যেকেরই ম্যাচের সময় ন’রকমের অনুভূতি হয়। তাই নবরসকে তুলে ধরেছি আমরা। পাশাপাশি, ক্রিকেট এবং সিনেমার ভারতের মানুষের হৃদয়ে। তাই দু’টিকে মিলিয়ে দিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে চাই আমরা।’