ক্রিকেটখেলাধুলা

ভারতের বিপক্ষে ইতিহাস গড়া সেঞ্চুরি ফারজানার

নারীদের একদিনের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ফারজানা হক পিংকি।

শনিবার (২২ জুলাই) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে শতক উপহার দিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

তবে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি রয়েছে ফারজানার। ২০১৯ সালের ৫ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই ম্যাচে শতক হাঁকান নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টি এখন পর্যন্ত বাংলাদেশের সেঞ্চুরি এই দুটিই।

এই বিভাগের অন্য খবর

Back to top button