দিবসপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই স্লোগানকে সামনে রেখে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

রোববার সকল ১১ টার দিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের বটতলা থেকে র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয় ।

র‍্যালী শেষে প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল-মারুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন।

সভায় বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সেবা জবাবদিহি মূলক হতে হবে। জনস্বার্থকে প্রধান্য দিতে হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button