প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় প্রতিবেশীর সাথে দ্বন্দ, যুবক নিহত

বগুড়ায় দ্বন্দের জেরে প্রতিবেশীর আঘাতে জিন্নাহ মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া পৌরসভার বড় কুমিড়া এলাকায় এ ঘটনা ঘটে৷ পেশায় দর্জি নিহত যুবক ওই এলাকার খোরশেদ মিয়ার ছেলে।

জানা যায়, জিন্নাহ চট্রগ্রামে দর্জির কাজ করতেন। কয়েক বছর পর বাড়িতে আসেন তিনি। তুচ্ছ ঘটনা নিয়ে গত সপ্তাহে জিন্নাহর মায়ের সাথে অভিযুক্ত জেলহকের সাথে বাকবিতন্ডা হয়। ঘটনার বিষয়টি নিয়ে জিন্নাহ জেলহকের বাড়িতে যেয়ে জানতে চাইলে আবারো শুরু হয় বাকবিতন্ডা। এক পর্যায়ে জেলহক জিন্নাহকে আঘাত করে। জিন্নাহকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ওসি জানান, মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। এ ঘটনায় অভিযুক্ত আবুল খায়েরের ছেলে জেলহক হোসেন পলাতক রয়েছেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button