সারাদেশ

নারায়ণগঞ্জে কারখানায় আগুন লেগে পুড়লো কোটি টাকার মালামাল

নারায়ণগঞ্জ এর ফতুল্লায় একটি ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার ভেতরে থাকা কাপড় ও মেশিনারিজ পুড়ে গেছে।

রোববার (২৩ জুলাই) রাতে পৌঁনে একটায় সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকায় হলি ফেব্রিক্স ডাইং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও ফতুল্লার তিনটি স্টেশনের ৬টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বেলাল নামে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাইং কারখানায় বয়লারে কাপড় রঙ করার কাজ চলছিল। হঠাৎ বয়লার রুমে আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় কারখানার শ্রমিকসহ স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

এতে প্রায় কোটি টাকার কাপড়সহ মেশিনারিজ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে তিনটি স্টেশনে ছয়টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন, তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে। সূত্র: সারা বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button