প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ‘বিএনপি সমর্থিত’ এমপির অনুসারী সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ধারালো অস্ত্রসহ ওমর ফারুক নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে শাজাহানপুর উপজেলার ডোপনপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ফারুক বগুড়া-৭ (গাবতলী-শাজহানপুর) আসনের ‘বিএনপি সমর্থিত’ সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর অনুসারী। তিনি ডোমনপুকুর গ্রামের বাসিন্দা।

সম্প্রতি ডোমনপুকুর এলাকায় দেশীয় অস্ত্র হাতে নিয়ে হেঁটে যাচ্ছিলেন ফারুক। তার হাতে দুটি হাঁসুয়া ছিল। ফারুকের সেই ছবি অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘বিএনপির সমর্থনে’ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে জয়ী হওয়া বাবলু বলেন, আমার কাছে সব ধরণের ও দলের লোকজনই আসেন। কারণ আমি একজন সংসদ সদস্য। উপজেলার মাঝিড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক। সে একজন অসহায় ও ভূমিহীন যুবক। তাকে ইজিবাইকও কিনে দিয়েছি আমি।

তিনি আরও বলেন, গ্রামের অধিকাংশ বাড়িতেই হাঁসুয়া থাকে। জঙ্গল ও গাছের ডাল কাটার জন্য তারা হাঁসুয়া ব্যবহার করেন। ফারুক জঙ্গল ও গাছের ডাল কাটতেই হাঁসুয়া হাতে নিয়ে যাচ্ছিলেন। তখনই তার ছবি তুলে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেউ ছড়িয়ে দিয়েছেন।

জানতে চাইলে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হক জুয়েল বলেন, মাঝিড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে সহ-সভাপতি হিসেবে ফারুকের নাম আছে।

জেলা ডিবি পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, ফারুকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। তাকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী একই গ্রামের অন্য একটি বাড়ি থেকে দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button