বিনোদন
প্রথম সন্তান জন্ম দেয়ার ৪ মাসের মাথায় ফের মা হওয়ার আভাস দিলেন মাহিয়া মাহি!

প্রথম সন্তানের মা হয়েছেন চার মাস হলো। এরই মধ্যে আবারও মা হওয়ার আভাস দিলেন চিত্রানায়িকা মাহিয়া মাহি। সোশ্যাল মিডিয়ায় মাহির একটি পোস্টে এমনই ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।
নিজের ফেসবুকে মাহি লিখেছেন, ‘তুমি আমি আর আমাদের ২টা ফুল।’

নেটিজেনদের ধারণা করছেন দুটি ফুল বলতে ছোট্ট ছেলে মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার এবং অনাগত সন্তানকে বুঝিয়েছেন তিনি।