ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বাবা-ছেলের একসঙ্গে এসএসসি পাশ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় বাবা-ছেলে একসঙ্গে এসএসসি পাশ করেছেন। জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বাবা। আর ছেলে ঝুঁড়িতে জিপিএ ৩ দশমিক ১১ পয়েন্ট। বর্তমানে বাবা-ছেলেকে নিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা।

এসএসসি পাশ করা বাবার নাম জাহাঙ্গীর আলম বাবু। তার ছেলের নাম আসিফ তালুকদার। বাবুর দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

ধুনট উপজেলার বিশাড়দিয়াড় গ্রামের বাসিন্দা বাবু। তিনি উপজেলার মুলতানি পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে এই শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী হিসেবে দায়িত্ব চাকরি করেন। ২০২০ সালের দিকে তিনি স্কুলে ভর্তি হন। তার ছেলে আসিফ একই বিদ্যালয়ের জেনারেল বিভাগের শিক্ষার্থী। মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন আসিফ।

বাবু বলেন, ছোটবেলা থেকেই পড়াশোনার খুব ইচ্ছা ছিল। অভাবের সংসার হওয়ায় তা সম্ভব হয়নি। কিশোর বয়সেই বিয়ে করি। দাম্পত্য জীবনের এক পর্যায়ে সংসারে স্বচ্ছলতা আসায় স্কুলে ভর্তি হই। একই সঙ্গে পাশ করেছি। আমি অনেক খুশি।

তিনি আরও বলেন, আমার ছেলে ভালোভাবে পড়াশোনা না করায় সে জিপিএ ৫ পায়নি। আর আমি এই বয়সে পড়াশোনা করে সবাই জানিয়ে দিতে চাই শিক্ষার কোন বয়স নেই।

এই বিভাগের অন্য খবর

Back to top button