প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় শপিং ব্যাগে পাওয়া নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পড়ে থাকা শপিং ব্যাগ থেকে উদ্ধার করা হয় একদিন বয়সী এক জীবিত মেয়ে নবজাতক। তখনই তাকে নেয়া হয় হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার দিবাগত রাত ২ টার দিকে ওই উপজেলার মহাস্থানগড় নামাপাড়া গ্রামে ওই নবজাতককে পাওয়া যায়। সেখানে এক বাড়ির সামনে শপিং ব্যাগে তাকে ফেলে রাখা হয়েছিল। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেন। সেখানে আজ রোববার সকালে সে মারা যায়।

এসব তথ্য নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মো. আব্দুর রউফ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button