বগুড়ায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে ইউসুফ আলী নামের ১৫ বছর বয়সী কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে
সোমাবার দুপুরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে রবিবার রাত ১১টার দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পেয়ে উদ্ধার করে পারিবার ।
জানা যায়, ইউসুফের মা নিহত হবার পর থেকে সে মামার বাড়ি থেকে রাজমিস্ত্রীর কাজ করতো। গত রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। রাত পৌনে ১২টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় গরমে সবাই বাইরে যায়। কিন্তু ইউসুফ আলী বাইরে না আসায়, নানী নুরজাহান বেগম তাকে ডাকাডাকি করে । এতে কোন সাড়া না পেয়ে ঘরের দরজার ফাঁক দিকে দেখতে পায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তীরের সঙ্গে ঝুলছে । তখন তার চিৎকারে আশে পাশের সবাই গিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় থেকে নামানো হয়।
খবর পেয়ে পুলিশ তারা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে৷
এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়না তদন্ত করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এসএ