ধুনট উপজেলা

বগুড়ায় ৩৯ কেজি গাঁজাসহ আটক ২

ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে ৩৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।

সোমবার দুপুরের দিকে তাদের ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠনো হয়েছে।

এর আগে রোববার রাত ১০টার দিকে উপজেলার বাকশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বাকশাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মোমিন (২৪) ও আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন (২৭)।

জানা গেছে, আব্দুল মোমিন ও বিদ্যুৎ হোসেন এলাকার দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকের কারবার করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিচান চালিয়ে একটি সিএনজি আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। এসময় সিএনজির ভেতর থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

পরে সিএনজি তল্লাশি করে ৩৯ কেজি গাঁজা ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান বাদি হয়ে রাতেই তিনজনকে আসামী করে ধুনট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গাঁজাসহ আটক ব্যক্তিদের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button