বগুড়ায় কাঠ মিস্ত্রি’র রহস্যজনক মৃত্যু

ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে সোহেল রানা (২২) নামে কাঠ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরের দিকে মরদেহের ময়নাতদন্তের জন্য ধুনট থানা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত হোসেল রানা নওদা ব্রহ্মগাছা গ্রামের সন্দেশ আলীর ছেলে।
এর আগে সোমবার রাতে উপজেলার গোপালনগর ইউনিয়নের নওদা ব্রহ্মগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোহেল রানা পেশায় একজন কাঠমিস্ত্রি। সোমবার রাত ৯টার দিকে সোহেলের ঘরে ঢুকে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখে তার মা চিৎকার শুরু করে।
এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে সোহেলকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে সে মারা যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ রাতেই মরদেহ থানা হেফাজতে নেয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে থানা ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।