খেলাধুলাফুটবল

সবচেয়ে বেশি হেড দিয়ে গোলের রেকর্ড গড়লেন রোনালদো, আল নাসরের বড় জয়

জুতসই কাটেনি আল নাসর এফসির প্রাক-মৌসুম প্রস্তুতিপর্ব। ৬ ম্যাচে মাত্র ২ জয় পায় ক্রিস্টিয়ানো রোনালদোর দল। প্রি-সিজনে ছন্দ দেখাতে ব্যর্থ হওয়া আল নাসর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে নিজেদের প্রথম ম্যাচেও জয় পায়নি। সবমিলিয়ে পাঁচ ম্যাচ পর এবার জয়ের দেখা পেলো সৌদি প্রো লীগের দলটি। সোমবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউনিয়ন স্পোর্টিভ মোন্তাসিরকে ৪-১ গোলে হারায় আল নাসর। দলের বড় জয়ে গোল করে রেকর্ড গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের ৪২তম মিনিটে এগিয়ে যায় আল নাসর এফসি। গোলটি করেন নাসরের ব্রাজিলিয়ান স্ট্রাইকার তালিস্কা। ৬৬তম মিনিটে মোন্তাসিরের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন আল নাসরের সৌদি অ্যারাবিয়ান ডিফেন্ডার আলি লাজামি। ৭৪তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে দ্বিতীয় লিড নেয় আল নাসর। মোন্তাসিরের গোলমুখের ডান প্রান্ত থেকে নাসর ডিফেন্ডার সুলতান আল গানামের ক্রসে হেডে বল জালে জড়ান পর্তুগিজ সুপারস্টার।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে এটি রোনালেেদার ১৪৫তম গোল। হেড থেকে এত গোল এর আগে কেউ করতে পারেননি। হেড থেকে সবচেয়ে বেশি গোল করায় রেকর্ড বইয়ে জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারকে পেছনে ফেলেন রোনালদো। জার্মানির  হয়ে ১৯৭৪ বিশ্বকাপ জেতা মুলার সব প্রতিযোগিতা মিলিয়ে হেডে ১৪৪ গোল করেছিলেন। রোনালদোর রেকর্ডগড়া গোলের ১৪ মিনিট পর স্কোরলাইন ৩-১ করেন আল নাসরের অ্যারাবিয়ান রাইট ব্যাক আব্দুলইলাহ আল-আমরি। আর ৯০তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন আল নাসরের আরেক অ্যারাবিয়ান আব্দুল আজিজ সৌদ আল ইলেওয়াই।

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আল নাসর এফসি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আল শাবাব। গোল পার্থক্যে এগিয়ে রোনালদোরা। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করেন পর্তুগিজ সুপারস্টার। রোনালদো লিখেন, ‘জয় পেয়ে আনন্দিত। গোল করতে পেরে এবং গ্রুপের শীর্ষে থাকতে পেরেও আনন্দিত।’   

এই বিভাগের অন্য খবর

Back to top button