সারিয়াকান্দিতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সুমন কুমার সাহা (সারিয়াকান্দি প্রতিনিধি): বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী ও ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া – ১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র মতিউর রহমান মতি, সারিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকি মোহাম্মদ জাকিউল আলম, সারিয়াকান্দি প্রেস-ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।