বগুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অনাস্থার আবেদন
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। একই ইউপির সদস্যরা এসব অভিযোগ তুলে তার বিরুদ্ধে অনাস্থার আবেদন করেন।
গত ৩০ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ আবেদন করা হয়। এতে স্বাক্ষর করেন আনিছুর রহমান জুয়েল, বাদশা মিয়া, মাইদুল ইসলাম টুনুসহ অন্যান্য ইউপি সদস্য।
অভিযোগে বলা হয়েছে, ইউপি চেয়ারম্যান শহিদুল নানা অনিয়মের সঙ্গে জড়িত। এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে ইউপি সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদের গেজেট পাশ করার জন্য ইউপি সদস্যদের কাছ থেকে ১ হাজার টাকা করে নেন চেয়ারম্যান শহিদুল। পরিষদের আয়-ব্যয়ের হিসাবও দেন না তিনি। হাটবাজারের বরাদ্দের ১ লাখ ৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা কেটে নেন। পরে বাকি টাকা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্যদের দেন। ট্যাক্স আদায়ের বিষয়েও কোনো তথ্য প্রকাশ করেন না তিনি।
এছাড়াও তার বিরুদ্ধে আরও অভিযোগ অনাস্থার আবেদনে উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধ মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।
ইউএনও মো. আফতাবুজ্জামান আল ইমরান বলেন, ইউপি চেয়াম্যানের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।