সারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দিতে পল্লী বিদ্যুতের সেচ লাইন কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পল্লী বিদ্যুতের সেচ লাইন কাটার প্রতিবাদে সেচ মালিকরা বিক্ষোভ মিছিল বের করে।

বুধবার দুপুুরে স্থানীয় পাবলিক মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদে যায়। চলতি আমন মৌসুমে সেচ লাইন না কাটার জন্য উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাকের নিকট দাবী জানিয়ে সেখানে বিক্ষোভ করে সেচ মালিকরা । পরে উপজেলা নির্বাহী অফিসার সেচ মালিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে সেচ মালিকরা ফিরে যান ।

এসময় সেচ মালিক পারতিতপরল গ্রামের সুরুজজ্জামান,কাঁটাখালি গ্রামের মাহফুজার রহমান, তাজুরপাড়া গ্রামের বুলু ব্যাপারী, সুতানারা গ্রামের নূর আলম, চরবরুরবাড়ী গ্রামের ওসমান গনিসহ শতাধীক সেচ মালিক উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, ১৪জুন ফুলবাড়ী ইউনিয়নের রামনগর প্রামে পশ্চিম পাড়ার নিকট সেচ লাইনে বিদ্যুত স্পৃষ্ট হয়ে একজন মহিষ মালিকসহ ৬টি মহিষ ঘটনাস্থলেই নিহত হয় । সে ঘটনার পর থেকে ঝুকিপূর্ন সেচ লাইন কাটতে অভিযানে নামে পল্লী বিদ্যুতের লোকজন । ইতোমধ্যে অর্ধশতাধীক সেচ লাইন কাটা হয়েছে বলে সেচ মালিকরা জানিয়েছেন ।

এই বিভাগের অন্য খবর

Back to top button