কাহালু উপজেলাপ্রধান খবর
বগুড়ায় এসিল্যান্ডের সরকারি বাসায় চুরি

বগুড়ার কাহালু উপজেলা সহকারী কমিশনানের (ভূমি) সরকারি বাসায় চুরি হয়েছে।
বুধবার (২ আগস্ট) রাতে এ চুরি হয়। বাসার তালা ভেঙে ৪০ হাজার টাকা এবং দুই ভরি সোনা চুরি হয়েছে বলে দাবি করেছেন সহকারী কমিশনার (ভুমি) আবু মুছা।
উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন, ‘আমি ছুটিতে থাকায় বাসায় কেউ ছিল না। বুধবার রাত ১১টার দিকে উপজেলা আবাসিক এলাকায় কোয়ার্টারে থাকা লোকজন ফোনে জানায় বাসার তালা ভাঙা। পরে বৃহস্পতিবার দুপুরে বাসায় এসে দেখি ৪০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণ চুরি হয়েছে।’
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, বাসায় কেউ না থাকায় বুধবার কোনো এক সময় এই চুরি হতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ছাড়া এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
(এ আর)