দুপচাঁচিয়া উপজেলাপ্রধান খবর

বগুড়ায় মাদকসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে মাদক আইনে করা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল বুধবার ওই দুজনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, বগুড়ার কাহালু উপজেলার শেখাহার গ্রামের ২১ বছরের খোকন প্রামাণিক ও দুপচাঁচিয়ার ডিমশহর নয়াপাড়া গ্রামের ৩২ বছরের আজিজুল হাকিম ওরফে আইজুল। তাদের মধ্যে আইজুলকে উপজেলার বোরাই গ্রাম থেকে বুধবার রাত সোয়া ৯ টার দিকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আর খোকনকে ঐদিন বিকেলে একই উপজেলার সিও অফিস মোড় থেকে অটোভ্যানসহ গ্রেফতার করা হয়েছে। ওই সময় তার কাছ থেকে ৫০ গ্রাম (কাগজসহ) গাঁজা উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button