বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ বেলাল হোসেন নামে এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে মাদক আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে ওই উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মুরাদপুর এলাকায় বাস তল্লাসী করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
২৮ বছরের বেলাল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা (কুড়ারপাড়া) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাইফুর রহমান।
এসব তথ্য নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি মো. আব্দুর রউফ।
তিনি বলেন, গোপন সংবাদে মুরাদপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী রিমি পরিবহনের একটি বাস তল্লাসী করে গাঁজা পাওয়া যায়। একই সঙ্গে গাঁজা হেফাজতে রাখা বেলালকে গ্রেফতার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বেলালের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।