আন্তর্জাতিক খবর

সংসার ভেঙে গেল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো’র

সংসার ভেঙে গেল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফির (৪৮)। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জাস্টিন ট্রুডো এ তথ্য নিশ্চিত করেন। ফলে ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটল তাদের।  

ইনস্টাগ্রামে কানাডার প্রধানমন্ত্রী লেখেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি তা সর্বদা চলমান থাকবে।

পোস্টের পরে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ট্রুডো দম্পতি বিচ্ছেদপত্রে সই করেছেন। ২০০৫ সালের মে মাসের শেষে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তিন সন্তান রয়েছে তাদের।

ট্রুডো-সোফির দাম্পত্য জীবন অনেকের কাছেই ‘ঈর্ষণীয়’ ছিল। এ নিয়ে হরদম চর্চাও লক্ষ করা গেছে। ট্রুডো-সোফির পরিচয়, প্রেম, বিয়ে নিয়ে আগেও অনেক প্রতিবেদন হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, সোফির সঙ্গে ট্রুডোর পরিচয়-প্রেম-বিয়ের গল্পটি ছিল অসাধারণ। তাঁরা পরস্পরকে ছোটবেলা থেকেই চিনত, জানত। কারণ, সোফি ছিলেন ট্রুডোর ছোট ভাই মিশেলের সহপাঠী। এমনকি ছোটবেলায় ট্রুডোদের বাড়িতে সোফি আসা-যাওয়া করতেন, আড্ডা দিতেন।

প্রথম ডেটের এক বছরের বেশি সময় পর সোফিকে বিয়ের প্রস্তাব দেন ট্রুডো। ২০০৫ সালের ২৮ মে তারা বিয়ে করেন। তাদের ১৮ বছরের দাম্পত্য জীবনে তিন সন্তান রয়েছে।

সূত্র: বিবিসি। 

এই বিভাগের অন্য খবর

Back to top button