প্রধান খবরশাজাহানপুর উপজেলা
বগুড়ায় বস্তায় মিললো অজ্ঞাত নারীর লাশ
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত এক নারীর দুই পাবিহীন বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে তার একটি পা উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার জোড়া তালপুকুর গ্রামের এক আমবাগানে ওই নারীর মরদেহ পাওয়া যায়। তার দুই পা কেটে তাকে বস্তাবন্দি করা হয়েছিল।
এসব তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম।
তিনি বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ওই নারীর বয়স হবে আনুমানিক ৫০ বছর। তার নামপরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম আরও বলেন, লাশ উদ্ধারের স্থানের পাশের এক ডোবাতে ওই নারীর একটি পা পাওয়া যায়। আরেকটি পা উদ্ধারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হবে।