প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে ফিরোজ আহম্মেদ (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলার রামেশ্বরপুর গ্রামে হামলার শিকার হন ফিরোজ। তার বাম পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ফিরোজ শেরপুরের গাড়ীদহ ইউনিয়ন (পূর্ব) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুস সাত্তার।

গ্রেফতাররা হলেন- রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা আবিদুর রহমান ও ওমর ফারুক।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে রামেশ্বরপুর গ্রাম থেকেই তাদেরকে আটক করা হয়। মামলার পর তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। আহত ফিরোজের বাবা বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা করেন। মামলায় এ দুজনকেই অভিযুক্ত করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা বলেন, জমি সংক্রান্ত বিরোধে ফিরোজের পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button