প্রধান খবরশিবগঞ্জ উপজেলা
বগুড়ায় আগুনে পুড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লেগে নাছিমা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ রোববার ভোররাতে উপজেলার আটমুল ইউনিয়নের নান্দুড়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
মৃত নাছিমা একই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
এসব তথ্য নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মো. আব্দুর রউফ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নাছিমার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ওই সময় তার পরিবারের অন্য সদস্যরা বাড়ি থেকে বের হলেও নাছিমা ঘরে আটকে পড়েন। এতে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।